Islam & Other Isms

Course Content
ইসলাম ও অন্যান্য মতবাদ
লেকচার ১ : ভূমিকা
35:08লেকচার শিট (দারস ১) : ভূমিকা
[ কুইজ: লেকচার – ১ ] ভূমিকা
লেকচার ২ : প্রকৃতিবাদ
40:00লেকচার শিট (দারস ২) : প্রকৃতিবাদ
[ কুইজ: লেকচার – ২ ] প্রকৃতিবাদ
লেকচার ৩ : মানবতাবাদ
47:12লেকচার শিট (দারস ৩) : মানবতাবাদ
[ কুইজ: লেকচার – ৩ ] মানবতাবাদ
লেকচার ৪ : লিবারেলিজম ও পুঁজিবাদ
45:49লেকচার শিট (দারস ৪) : লিবারেলিজম ও পুঁজিবাদ
[ কুইজ: লেকচার – ৪ ] লিবারেলিজম ও পুঁজিবাদ
লেকচার ৫ : সেক্যুলারিজম
31:50লেকচার শিট (দারস ৫) : সেক্যুলারিজম
[ কুইজ: লেকচার – ৫ ] সেক্যুলারিজম
লেকচার ৬ : মার্ক্সবাদ
17:54লেকচার শিট (দারস ৬) : মার্ক্সবাদ
[ কুইজ: লেকচার – ৬ ] মার্ক্সবাদ
লেকচার ৭ : ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব
43:58লেকচার শিট (দারস ৭) : ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব
[ কুইজ: লেকচার – ৭ ] ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব
লেকচার ৮ : আধুনিকতাবাদ ও উত্তর-আধুনিকতাবাদ
25:24লেকচার শিট (দারস ৮) : আধুনিকতাবাদ ও উত্তর-আধুনিকতাবাদ
[ কুইজ: লেকচার – ৮ ] আধুনিকতাবাদ ও উত্তর-আধুনিকতাবাদ
লেকচার ৯ : ফেমিনিজম
34:05লেকচার ১০ : সেক্সুয়াল রিভোলিউশন
56:07
Student Ratings & Reviews
মাশা-আল্লাহ, শেষ করে ফেললাম।
শেষের দুটো টপিক বেশ ভালো। কিন্তু অনেক জায়গা একটু unprofessional লেগেছে। কোর্স শিট গুলো আরো সমৃদ্ধ করা উচিত, অল্প লিখে দিয়ে দেওয়া হয়েছে। presentation এর অনেক কিছুই শিটে নেই।
তবে অনেক গুলো টপিকে বেশ সুন্দর ভাবে উদাহরণ উপস্থাপন করে বোঝানো হয়েছে।
আশা করি ভবিষ্যতে আসলাফ একাডেমী আরো ভালো যুগোপযোগী কোর্স আনবে
তবে অনেক গুলো টপিকে বেশ সুন্দর ভাবে উদাহরণ উপস্থাপন করে বোঝানো হয়েছে।
আশা করি ভবিষ্যতে আসলাফ একাডেমী আরো ভালো যুগোপযোগী কোর্স আনবে
ভালো হয়েছে।
আলহামদুলিল্লাহ্, ভালো
আসসালামুআলাইকুম,,
আমি মনে করি জাতীয়তাবাদ টপিক টা অ্যাড করলে অনেক অনেক ভালো হবে।
আমি মনে করি জাতীয়তাবাদ টপিক টা অ্যাড করলে অনেক অনেক ভালো হবে।
জাতীয়তাবাদ টপিক টা এড করলে ভাল হয় বলে মনে করছি।
কোর্সটা মাশাআল্লাহ্ বেশ সুন্দর। তবে আরেকটু ডিটেইলে জানার জন্য বই এর নাম, আর্টিকেল সংযুক্ত করে দেয়া এবং লেকচারের তথ্যসমূহের রেফারেন্স যোগ করে দিলে কোর্সটা আরও সুন্দর হতে পারত ইংশাআল্লাহ্। আর শেষ দুটি টপিকের লেকচার নোট যোগ করা হয় নি, সেটাও যোগ করা দরকার অন্যগুলোর মত এবং লেকচারের স্লাইডটা দিয়ে দিলে হয়ত, আরও উপকৃত হওয়া যেত ইংশাআল্লাহ্ বিইযনিল্লাহ।
সত্যি অনেক কিছু জানার ছিল। তথ্যসমৃদ্ধ লেকচার ছিল। যদি এটি মা-বাবারা দেখতেন তবে তারা বুঝতে পারতেন যে, তারা কোন দর্শনের উপর বড় হয়েছে। আর কোন দর্শনের উপর তাদের সন্তানদের বড় করছে।
আলহামদুলিল্লাহ, অনেক ইনফরমেটিভ কোর্সটা, সবাইকে অনুরোধ করব কোর্স টা করার জন্য এই বর্তমান পৃথিবীর বুকে বিভিন্ন মতবাদ সম্পর্কে জানার ইচ্ছা যাদের আছে। আর একটা সাজেশনঃ কোর্সের ইন্সট্রাক্টর মাশাআল্লাহ অনেক জানেন, তবে কোর্সটা আরেকটু ইন্টারেস্টিং ভাবে নিলে আরো অনেকেই আগ্রহ পাবে।
Expecting a better delivery. কথা শুনে মনে হচ্ছে প্রচুর জনতা রয়েছে। ডেলিভারি টা প্রাণবন্ত নয়
সত্যি বলতে এই কোর্সের লেকচার গুলো যখন শুনছিলাম তখন মনে হচ্ছিলো, তাদের এই ভ্রান্ত মতাদর্শ গুলো তো আমাদেরকে খুব ভালোভাবেই পড়াশোনার নামে শিখিয়েছে কিন্তু তারা এইগুলোর সঠিক শিরোনাম দেয় নাই । তারা তাদের জঘন্য বস্তাপচা দুর্ন্ধযুক্ত বিশ্বাস গুলো আমাদেরকে শিখিয়েছে কিন্তু আমরা টেরও পাইনি । আর টের পাবোই বা কীভাবে আমরা তখন ছোট ছিলাম । ভালো মন্দ বিচার করার ক্ষমতা তো তখন ছিলো না । আর মা বাবা শুধু বলেছে পড়তে কিন্তু তারা আসলে জানতো না যে আমার বা আমাদের বইয়ে আসলে কী আছে । তারা আমাদেরকে তাদের মতাদর্শ শিখিয়েছে ঠিকই কিন্তু তারা বুঝতে দেয় নাই বা যারাই এর বিরুদ্ধে বলেছে তাদেরকে তারা বিভিন্ন অপবাদ দিয়েছে আর আমরাও তাদের দেওয়া সেই অপবাদ গুলো গিলেছি ।