Islam & Other Isms
About Course
পশ্চিমা সভ্যতা ‘আলোকায়ন’ ‘প্রগতি’ ‘উন্নতি’-এর নামে অসংখ্য মতবাদের আমাদের দিকে ছুঁড়ে দেয়। তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করে যে, এসবেই নাকি আমাদের সাফল্য নির্ভর করে। এ পথেই ওপারেই নাকি সফলতা আমাদের পদচুম্বন করার জন্য অপেক্ষা করে আছে। এত বড় একটা দাবী অন্য কোনো বিষয়ে করা হলে আমরা খুব যাচাই-বাছাই করতাম নিঃসন্দেহে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা তাদের এসকল দাবীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি না, এমনকি ইচ্ছাও রাখি না। আমাদের দিকে নিক্ষেপিত ‘মধুর’ বাণের দিকে এবার একটু ফিরে তাকাই। মুসলিম হিসেবে জেনে নেই সমাজে ইসলামের সাথে প্রচলিত অন্যান্য মতবাদের কি সম্পর্ক, সেগুলোর কতটি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর কতটি ইসলামের সাথে সাংঘর্ষিক। আসুন! এবার একটু বিবেচনা করে দেখি, পিপাসার ঘোরে যেদিকে অগ্রসর হচ্ছি তা কি আদৌ বিশুদ্ধ পানির প্রসবণ নাকি মরীচিকা মাত্র?Topics for this course
18 Lessons
ইসলাম ও অন্যান্য মতবাদ
লেকচার ১ : ভূমিকা00:35:08
লেকচার শিট (দারস ১) : ভূমিকা
লেকচার ২ : প্রকৃতিবাদ00:40:00
লেকচার শিট (দারস ২) : প্রকৃতিবাদ
লেকচার ৩ : মানবতাবাদ00:47:12
লেকচার শিট (দারস ৩) : মানবতাবাদ
লেকচার ৪ : লিবারেলিজম ও পুঁজিবাদ00:45:49
লেকচার শিট (দারস ৪) : লিবারেলিজম ও পুঁজিবাদ
লেকচার ৫ : সেক্যুলারিজম00:31:50
লেকচার শিট (দারস ৫) : সেক্যুলারিজম
লেকচার ৬ : মার্ক্সবাদ00:17:54
লেকচার শিট (দারস ৬) : মার্ক্সবাদ
লেকচার ৭ : ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব00:43:58
লেকচার শিট (দারস ৭) : ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব
লেকচার ৮ : আধুনিকতাবাদ ও উত্তর-আধুনিকতাবাদ00:25:24
লেকচার শিট (দারস ৮) : আধুনিকতাবাদ ও উত্তর-আধুনিকতাবাদ
লেকচার ৯ : ফেমিনিজম00:34:05
লেকচার ১০ : সেক্সুয়াল রিভোলিউশন00:56:07
About the instructors
4 Courses
0 students
Academy Authority
Instructor
18 Courses
10609 students
মাশা-আল্লাহ, শেষ করে ফেললাম।
শেষের দুটো টপিক বেশ ভালো। কিন্তু অনেক জায়গা একটু unprofessional লেগেছে। কোর্স শিট গুলো আরো সমৃদ্ধ করা উচিত, অল্প লিখে দিয়ে দেওয়া হয়েছে। presentation এর অনেক কিছুই শিটে নেই।
তবে অনেক গুলো টপিকে বেশ সুন্দর ভাবে উদাহরণ উপস্থাপন করে বোঝানো হয়েছে।
আশা করি ভবিষ্যতে আসলাফ একাডেমী আরো ভালো যুগোপযোগী কোর্স আনবে
ভালো হয়েছে।
আসসালামুআলাইকুম,,
আমি মনে করি জাতীয়তাবাদ টপিক টা অ্যাড করলে অনেক অনেক ভালো হবে।
জাতীয়তাবাদ টপিক টা এড করলে ভাল হয় বলে মনে করছি।
কোর্সটা মাশাআল্লাহ্ বেশ সুন্দর। তবে আরেকটু ডিটেইলে জানার জন্য বই এর নাম, আর্টিকেল সংযুক্ত করে দেয়া এবং লেকচারের তথ্যসমূহের রেফারেন্স যোগ করে দিলে কোর্সটা আরও সুন্দর হতে পারত ইংশাআল্লাহ্। আর শেষ দুটি টপিকের লেকচার নোট যোগ করা হয় নি, সেটাও যোগ করা দরকার অন্যগুলোর মত এবং লেকচারের স্লাইডটা দিয়ে দিলে হয়ত, আরও উপকৃত হওয়া যেত ইংশাআল্লাহ্ বিইযনিল্লাহ।
সত্যি অনেক কিছু জানার ছিল। তথ্যসমৃদ্ধ লেকচার ছিল। যদি এটি মা-বাবারা দেখতেন তবে তারা বুঝতে পারতেন যে, তারা কোন দর্শনের উপর বড় হয়েছে। আর কোন দর্শনের উপর তাদের সন্তানদের বড় করছে।
আলহামদুলিল্লাহ, অনেক ইনফরমেটিভ কোর্সটা, সবাইকে অনুরোধ করব কোর্স টা করার জন্য এই বর্তমান পৃথিবীর বুকে বিভিন্ন মতবাদ সম্পর্কে জানার ইচ্ছা যাদের আছে। আর একটা সাজেশনঃ কোর্সের ইন্সট্রাক্টর মাশাআল্লাহ অনেক জানেন, তবে কোর্সটা আরেকটু ইন্টারেস্টিং ভাবে নিলে আরো অনেকেই আগ্রহ পাবে।
Expecting a better delivery. কথা শুনে মনে হচ্ছে প্রচুর জনতা রয়েছে। ডেলিভারি টা প্রাণবন্ত নয়
সত্যি বলতে এই কোর্সের লেকচার গুলো যখন শুনছিলাম তখন মনে হচ্ছিলো, তাদের এই ভ্রান্ত মতাদর্শ গুলো তো আমাদেরকে খুব ভালোভাবেই পড়াশোনার নামে শিখিয়েছে কিন্তু তারা এইগুলোর সঠিক শিরোনাম দেয় নাই । তারা তাদের জঘন্য বস্তাপচা দুর্ন্ধযুক্ত বিশ্বাস গুলো আমাদেরকে শিখিয়েছে কিন্তু আমরা টেরও পাইনি । আর টের পাবোই বা কীভাবে আমরা তখন ছোট ছিলাম । ভালো মন্দ বিচার করার ক্ষমতা তো তখন ছিলো না । আর মা বাবা শুধু বলেছে পড়তে কিন্তু তারা আসলে জানতো না যে আমার বা আমাদের বইয়ে আসলে কী আছে । তারা আমাদেরকে তাদের মতাদর্শ শিখিয়েছে ঠিকই কিন্তু তারা বুঝতে দেয় নাই বা যারাই এর বিরুদ্ধে বলেছে তাদেরকে তারা বিভিন্ন অপবাদ দিয়েছে আর আমরাও তাদের দেওয়া সেই অপবাদ গুলো গিলেছি ।