মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ’র 'নাওয়াক্বিদুল ঈমান' এর উপর মাসজিদুন নববিতে দারস হয়ে থাকে। উস্তাযাহ যাইনাব আল-গাযী মাসজিদুন নববি থেকে দারস নিয়েছেন এবং সরাসরি ইযাজাহও পেয়েছেন মাসজিদুন নববির ইমাম ও খতিব আব্দুল মহসিন আল-কাসিম থেকে। ইন-শা-আল্লাহ ঈমান ভঙ্গের এই ১০টি কারণ নিয়ে হবে এই কোর্সটি। নোট: যদি কেউ এই দশটি কারণ আরবিতে মুখস্ত করেন তবে ইন-শা-আল্লাহ তাকে উস্তাযাহ’র পক্ষ থেকে ইযাজাহ দেওয়া হবে।