Marriage Preparation (Male)
About Course
আসলে বর্তমান ফিতনার ঢলে নারীদের সম্পর্কে ছেলেদের দুধরনের মানসিকতা তৈরি হয়। দুটোই ভুল। নাটক-সিনেমা-গান দেখে মেয়েদের সম্পর্কে একটা ছলনাময়ী, রহস্যময়ী, যাকে জানা যায় না, বুঝা যায় না, নিষ্ঠুর হৃদয়হীনা টাইপ ইমেজ তৈরি হয়। আবার যারা এগুলো দেখে না, বা মিশে ছাঁকাট্যাকা খায়নি, তাদের কাছে মানবজাতির অর্ধেকটা আন-এক্সপ্লোরড থেকে যায়, ফলে বিয়েটা তাদের কাছে 'আকাশ থেকে পড়া'র মত নতুন একটা অভিজ্ঞতা হয়ে ধরা দেয়। প্রথম বেশ কিছু বছর 'ভিন প্রজাতির একজন প্রাণী'কে চিনতেই চলে যায়, ঠেকে ঠেকে রাগ মন কষাকষি করে চিনতে হয় তাকে। আমাদের সো-কল্ড 'ক্যারিয়ারমুখী' শিক্ষায় দেয়া হয়না জীবনের এই অনিবার্য পাঠটুকু। ফলে অতিপ্রত্যাশা, ভুল ধারণায় দাম্পত্য সমস্যা হওয়া ওয়ানটুর ব্যাপার। কেউ যদি একটু দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, চিনিয়ে দেয়। তাহলে জীবনের এই অচেনা অজানা অধ্যায়টার শুরু খুব সুন্দর হতে পারে। অজানা রাস্তায় চলাটা স্মুথ হতে পারে। এজন্যই এই পরিকল্পনা। <br>মোটামুটি বিষয়বস্তু এমন: <br> পর্ব ১ : নারী ও পুরুষের তুলনামূলক শারীরতত্ত্ব<br>পর্ব ২ : নারী ও পুরুষের তুলনামূলক মনস্তত্ত্ব<br>পর্ব ৩ : যৌনজীবন<br>পর্ব ৪ : বিয়ে : বাসর রাত পর্যন্ত<br>পর্ব ৫ : নবীজির সংসার ﷺ<br>পর্ব ৬ : স্ত্রীর প্রতি দায়িত্ব<br>পর্ব ৭ : সমস্যার শেষ নাই<br>পর্ব ৮ : গর্ভধারণ ও গর্ভকাল (স্বামীর করণীয়)Topics for this course
18 Lessons
পর্ব ১ : নারী ও পুরুষের তুলনামূলক শারীরতত্ত্ব
লেকচার ১ : নারী ও পুরুষের তুলনামূলক শারীরতত্ত্ব (পার্ট -১)00:42:19
লেকচার ২ : নারী ও পুরুষের তুলনামূলক শারীরতত্ত্ব (পার্ট -২)00:40:22
পর্ব ২ : নারী ও পুরুষের তুলনামূলক মনস্তত্ত্ব
পর্ব ৩ : যৌনজীবন
পর্ব ৪ : বিয়ে : বাসর রাত পর্যন্ত
পর্ব ৫ : নবীজির সংসার ﷺ
পর্ব ৬ : স্ত্রীর প্রতি দায়িত্ব
পর্ব ৭ : সমস্যার শেষ নাই
পর্ব ৮ : গর্ভধারণ ও গর্ভকাল (স্বামীর করণীয়)
About the instructors
Shamsul Arefin
মেডিকেল অফিসার, স্বাস্থ্য অধিদপ্তর
পেশা ডাক্তারি। নেশা লেখালেখি। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এইচ.এস.সি শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস শেষ করেছেন। ৩৫ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগ দিয়ে কর্মরত আছেন। লেখালেখি শুরু ২০১৭ সাল থেকে। ডাবল স্ট্যান্ডার্ড-১,২, কষ্টিপাথর, মানসাঙ্ক, কুররাতু আইয়ুন-১,২ পাঠকপ্রিয়তা পেয়েছে। ২০২১ সালে আরও কিছু প্রকাশিতব্য বই রয়েছে। মূলত পশ্চিমা সভ্যতার ব্যর্থতা, ইসলামের অনিবার্যতা ও অপরিহার্যতা ফুটে ওঠে তাঁর লেখায়। একটী সামগ্রিক বিশ্বদর্শন ও জীবনব্যবস্থা হিসেবে ইসলামকে উপস্থাপন করে থাকেন। সেই সাথে ইসলামকে কীভাবে আচার-সর্বস্ব ধর্ম থেকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক জীবনে প্রাসঙ্গিক করে তোলা যায় এবং সেট করে প্রশান্তিময় জীবন-মরণের স্বাদ মেলে, সেই লক্ষ্য নিয়ে চলে তার কলম।
2 Courses
0 students
21 Courses
2581 students
Academy Authority
Instructor
18 Courses
10608 students
Highly recommended.
zazakallahu khoiron.
রিভিউ এটাই যে, যারা বিবাহ করেননি এখনো, বা করবেন কিছুদিনের মাঝে, অলরেডি করেছেন, সবাই কোর্সটি অবশ্যই করবেন।
❤️
It is one of the best course that i can suggest blindly to everyone. Thanks to the course instructor.
আলহামদুলিল্লাহ্ কোর্সের প্রায় 70% ই আগে থেকে জানা ছিল তাও বিভিন্ন হযরত এবং বই/কিতাবের কল্যানে।
কোর্সটি প্রাপ্ত বয়স্ক সকলের জন্যই গুরুত্বপূর্ণ।
তবে আমাদের সমাজের সেই প্রতিষ্ঠিত হওয়ার নামে বুড়ো বয়সে বিয়া করা আট্কাতে হবে।
ছেলে মেয়ের সঠিক বয়সেই বিবাহ দিতে হবে।
আমাদের সমাজে চতুর্মুখী ফেতনা নারী ফেতনা,মোবাইলের ফেতনা ইত্যাদি ফেতনা হতে আল্লাহু সুবহানাহু তায়ালা আমাদের বিরত থাকার তওফিক দান করুক।
জাযাকুমুল্লাহ খাইরান♥
-Farhan Ahmed Rasel
আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার মেহেরবানীতে একটা কোর্স করলাম।অবিবাহিত বা নতুন বিবাহিতদের জন্য কোর্সটা অনেক উপকারি হবে ইনশাআল্লাহ। এই কোর্স এর সাথে সম্পর্কিত সকলকে আল্লাহ উত্তম জাযা দান করুক আমিন।
আলহামদুলিল্লাহ্, কোর্সটি অনেক ভালো,অনেক কিছু জানতে পারলাম,যা পূর্বে জানা ছিল না।
বিঃদ্রঃ কিছু যঈফ হাদিস আনা হয়েছে,এবং যঈফ মাসআলা দেওয়া হয়েছে,সেগুলা পরিহার করলে ভালো হয়। জাযাকাল্লাহু খাইরান
মাশা আল্লাহ্
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা করছি সেই মহান রবের যিনি আমাকে এই সুন্দর একটি কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। কোর্স সংশ্লিষ্ট সকলকে এবং আমাদের ওস্তায ডা. শামসুল আরেফিন স্যারকে আল্লাহ উত্তম প্রতিদান দিক।
verry good
মাশাল্লাহ। অনেক সুন্দর একটি কোর্স করলাম। বিয়ের আগেই এসব বিষয় জানতে পেরে মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ করে ফেলেছি। জাযাকাল্লাহু খইর৷, শামসুল আরেফিন ভাইকে। অসংখ্য ধন্যবাদ জানাই , আসলাফ একাডেমির কতৃপক্ষকে।
বিবাহিত জীবন সবচেয়ে নতুন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মুসলিমদের জন্য। ডা. শামসুল আরেফিন থেকে একাডেমিক মাত্রায় প্রায়োগিকভাবে বিষয়গুলো শিখতে পারা আশা করি কাজে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ্ এ কোর্সে বারাকাহ দিন।
বিয়ে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিন্ধান্ত।
বিয়ে করার আগে বিয়ে সংক্রান্ত অনেক বিষয়ে না জানার ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়
এই কোর্সের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম (আলহামদুলিল্লাহ)
(এরকম গুরুত্বপূর্ণ একটা কোর্সের অডিও আরো ভালো হওয়া উচিৎ ছিল)
এই কোর্সের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আলহামদুলিল্লাহ। সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ্ দুনিয়া ও আমিরাত দু'জাহানে উত্তম প্রতিদান দান করুন।যাকুমুল্লাহু খায়রান
MaShaAllah! First of all, I would like to thank's Aslaf Academy for their excellent and mindblowing service. I was been looking for such a great platform, finally one of my friends suggetsed about this program. I just loved it and it is one of the best courses I have ever did. Keep going guyz and may Allah give barakah! Jazakallhu Ahsanal Jaza!
Jahidul Islam
Michigan, USA
আলহামদুলিল্লাহ
সালাত ও সালাম বর্ষিত হোক রাসুলুল্লাহ ﷺ এর উপর।
আসলাফ একাডেমী আয়োজিত প্রি ম্যারেজ কোর্স অবিবাহিত এবং বিবাহিত উভয় ভাইদের জন্যই খুব উপকারী ও শিক্ষনীয়
বর্তমানে ফিতনার জামানায় বিবাহ সম্পর্কিত ও এর পূর্ববর্তী, পরবর্তী সকল দায়িত্ব, মনোস্তাত্বিক পরিবর্তন ও ইবাদাতের অংশ হিসেবে বিয়ের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাতে এই কোর্স এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
একজন মুসলিম ছেলে হিসেবে তাই বিবাহ উপযোগী হবার পরেই এই সংক্রান্ত জ্ঞান রাখা জরুরি।
অনেক বাবা রা আছেন তাদের ছেলেদের সঠিক দিকনির্দেশনা দিতে ব্যার্থ হোন।তাদের জন্যও তাদের ছেলেদের এই কোর্স এর মাধ্যমে শেখার ও জানার ব্যাবস্থা করে দেওয়া অবশ্য কর্তব্য।
আল্লাহ এই সংশ্লিষ্ট সকল কে উত্তম জাজা দান করুক।
আমীন।
এই কোর্সের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আলহামদুলিল্লাহ।
সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ্জা দুনিয়া ও আমিরাত দু'জাহানে উত্তম প্রতিদান দান করুন।যাকুমুল্লাহু খায়রান
এই কোর্সের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আলহামদুলিল্লাহ।
সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ্জা দুনিয়া ও আমিরাত দু'জাহানে উত্তম প্রতিদান দান করুন।যাকুমুল্লাহু খায়রান
পরিপূর্ণ দ্বীনে আসার পর বিয়ে নিয়ে অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করে আমাদের মাঝে। শয়তান আমাদেরকে বিয়ে নিয়ে সবচেয়ে বেশি কুমন্ত্রণা দিতে থাকে। আলহামদুলিল্লাহ এই কোর্সটি করার পর চিন্তা ধারার ব্যাপক পরিবর্তন সাধন হয়েছে। বিয়ে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিন্ধান্ত। বিয়ে করার আগে বিয়ে সংক্রান্ত অনেক বিষয়ে না জানার ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আমরা অনেকই কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই অগ্রসর হই, যেটা মোটেই ঠিক না। সঠিক সময়ে সঠিক কোর্স আল্লাহ মিলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। শামসুল আরেফিন শক্তি ভাইয়ের উপস্থাপনায় বারবার মুগ্ধ হয়েছি। ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি।
Alhamdulillah. Completed the course. It is a very fruitful course for every male irrespective of the marital status. The unmarried brothers should complete this course before their marriage for a better married life, In sha Allah.
খুবই গুরুত্বপূর্ণ কোর্স । নারী ও পুরুষের শরীরতত্ত্ব বিষয়ক জিনিসগুলো খুব ভালো করে তুলে ধরা হয়েছে যা পারস্পরিক সম্পর্ক রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি মনে করি । যৌন জীবন ও বিয়ের প্রস্তুতি বিষয়ক লেকচার গুলিতে অনেকের প্রচলিত অনেক ভুল ধারনার অবসান ঘটবে। স্ত্রীর প্রতি দায়িত্ব ,দাম্পত্য জীবনে ভালবাসা বৃদ্ধি , গর্ভকালীন সময়ে পুরুষের দায়িত্ব সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে কয়েকটা ক্লাসে সাউন্ড প্রবলেম ছিল। লাইভ সেশনেও বিয়ে বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে।কোর্স এর কন্টেন্ট খুবই ভালো ছিল। আল্লাহ তায়ালা কোর্স ইন্সট্রাক্টর ও আস্লাফ একাডেমিকে উপযুক্ত বদলা দান করুক।
জাযাকাল্লাহ খাইরান।।এই কোস টি সবার করা উচিত
THANKS TO, ALLAH WHO GUIDE ME FOR THIS COURSE
বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হয়েছে কোর্সটিতে। আলোচনার ক্ষেত্রে যে সিকুয়েন্স মেইন্টেইন করা হয়েছে সেটা প্রশংসাযোগ্য। সব মিলিয়ে বিবাহিত-অবিবাহিত সকলের জন্য শিক্ষণীয় একটি কোর্স।
কোর্সটি সম্পন্ন করে মনে হল, প্রত্যেক বিবাহ ইচ্ছুক ও প্রত্যেক নব্য বিবাহিত এমনকি প্রত্যেক বিবাহিতদের এই কোর্স করা উচিত। কারণ এতে দাম্পত্য জীবন সুখের হবে ইনশাআল্লাহ। ডিভোর্স রেটও কমে আসবে। আমাদের উচিত আমাদের আত্মীয়-স্বজনের ও বন্ধূ-বান্ধবদের এই কোর্সের সন্ধান দেওয়া। এমন একটি কোর্সের আয়োজন করায় মহান আল্লাহ আসলাফ একাডেমীকে জাযায়ে খায়ের দান করুন। আমিন
এককথায় অসাধারণ একটি কোর্স ! বিবাহিত, অবিবাহিত, বিশেষ করে শিক্ষার্থিদের জন্যে এই কোর্স করা খুবই দরকার। ইশ, আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় যদি এরকম একটা কোর্স বাধ্যতামূলক করা হতো, তাহলে আমাদের পরিবার, সমাজ, দেশ সবাই কতই না উপকৃত হতো, সমাজে পরিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাগুলো একদম কমে চলে আসতো, জীবন হয়ে উঠত অনেক সুন্দর, মধুময়, কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আপনাকে এবং এই কোর্সের সাথে যারা সম্পৃক্ত আছেন, তাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আসলাফ একাডেমি কে এই রকম অতি স্বল্প মূল্যের অতীব জরুরি কোর্স আরো বেশি বেশি আয়োজন করার তৌফিক দান করুন। আর পরিশেষে কোর্স গুলোর আরো বেশি বেশি প্রচার হওয়ার প্রয়োজন মনে করি। জাযাকাল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি। দোয়া রইল সবার জন্য।
আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা কোর্স। খুবই উপকার পেয়েছি। আল্লাহ লেকচারারকে জাযায়ে খায়ের দান করুক।
আলহামদুলিল্লাহ, কোর্স টা সম্পন্ন করলাম, ৫১০ টাকার বিনিময়ে এতো কিছু জানলাম যে আফসোস হচ্ছে যে কেন এতো দেরিতে কোর্স টা করলাম!
আলহামদুলিল্লাহ। অনেক উপকারী জ্ঞান অর্জন করলাম। যারা কোর্স সাজিয়েছেন আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। আমীন।
This is really a highly beneficial course for everyone. You can find this course much worthy after first 15 minutes of lecture 1 to the last lecture. A request to the authority, please do not increase course fee in future rather give students inspiring discount. Jazakallahu Khairan.
বিয়ে তো মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ।বিয়ের উপর নির্ভর করতেসে দুনিয়া ও আখিরাতের সফলতা।তাই বিয়ের ক্ষেত্রেই যদি অজানা বিষয় গুলো কেও একটু ধরিয়ে দেয়,বুঝিয়ে দেয়,গুছিয়ে বলে দেয় তাহলে অনেক অনেক সহজ হয়। সেই কাজ টিই ডা.শক্তি ভাই করেছেন আসলাফ একাডেমির মাধ্যমে। যেই বিষয় গুলো শক্তি ভাই তার লেকচারে তুলে ধরেছেন সেই বিষয় গুলো আসলে প্রত্যেক অবিবাহিত-বিবাহিত সবার ই জানা উচিৎ। শক্তি ভাই কে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, বিবাহ কে সহজ করার জন্য যে উদ্যোগ সেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বারাকাহ দান করুন আর আসলাফ একাডেমি কে এই রকম কোর্স আরো বেশি বেশি আয়োজন করার তৌফিক দান করুন।
জাযাকুমুল্লাহ খাইরান
আসলাফ একাডেমি কে আল্লাহ উত্তম জাযা দিক আর উস্তাদ এর জন্য মন থেকে অনেক দুয়া,উম্মাত এর জন্য উনার যে ফিকির, আলহামদুলিল্লাহ,আল্লাহ আমাদের ও দায়ি হিসেবে করুন।আমার পরিচিত ভাইদের আমি ডেকে ডেকে বলছি কোর্স টা করার জন্য,সামনে আরো ডিটেইলস কোর্স চাই উস্তাদ এর কাছে।
আলহামদুলিল্লাহ, এইমাত্র এই অসাধারণ কোর্স টি শেষ করলাম।বিয়ের আগেই এরকম একটা কোর্স করতে পারার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আসলাফ একাডেমি কে আল্লাহ উত্তম জাযা দিক আর উস্তাদ এর জন্য মন থেকে অনেক দুয়া,উম্মাত এর জন্য উনার যে ফিকির, আলহামদুলিল্লাহ,আল্লাহ আমাদের ও দায়ি হিসেবে করুন।আমার পরিচিত ভাইদের আমি ডেকে ডেকে বলছি কোর্স টা করার জন্য,সামনে আরো ডিটেইলস কোর্স চাই উস্তাদ এর কাছে।
আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা কোর্স।আল্লাহ শক্তি ভাইকে ও এর সাথে যারা সম্পৃক্ত আছেন, সবাইকে জাযায়ে খাইর দান করুন।
আলহামদুলিল্লাহ্ !!! আল্লাহ্ তায়ালার অশেষ শুকরিয়া চমত্কার এ কোর্সটি 👌 শেষ করার সুযোগ দিলেন। শিক্ষাগুলো রব্বুল আলামিন আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দিন 🤲 আমীন। জাযাকাল্লাহু খায়রান 💕
মাশা আল্লাহ। নতুন অনেক কিছু শেখার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আপনার মাধ্যমে যা এই ফিতনার যুগে অনেক বেশী প্রয়োজনীয়। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুন।
সবগুলো ক্লাস সম্পন্ন করলাম। এককথায় অসাধারণ! নিজে তো উপকৃত হয়েছিই, আশপাশের মানুষদেরও কোর্সটা করার জন্য সাজেস্ট করছি। আপনাদের জন্য দোয়া।
আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছি🥰
I would like to recommend this course to my unmarried friends who will be getting married soon.
আসসালামু আলাইকুম। আমি ফেসবুকে শক্তি ভাইকে ফলো করি অনেকদিন যাবৎ। উনার লেখা আমার খুবই ভালো লাগে।
কোর্সটি কিনে নিলাম এবং দেখা শুরু করলাম। এমন কোর্স আমি আগে কখনো করি নাই। অসাধারণ। অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ শক্তি ভাইকে নেক হায়াৎ দিন।
কোর্সের প্রথম দুই পর্বের অডিও রেকর্ডিং ভালো নয়। তাই ৪ রেটিং দিলাম। তবে কন্টেন্টের মান খুবই ভালো।
আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোর্সের যে পর্ব গুলো দেখেছি তা থেকে অনেক কিছু শিখেছি। নারীর ব্যাপারে অনেক ভুল ধারণা পরিবর্তন হয়েছে। পুরুষের আচরন কেমন হবে স্ত্রীর সাথে সেই ব্যাপারেও আলহামদুলিল্লাহ্ ভালো ধারনা হয়েছে। ইসলামী জীবনব্যবস্থায় পরিবার পরিচালনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু স্যাকুলার শিক্ষা ব্যবস্থায় আমাদের শুধু কর্পোরেট চাকর ছাড়া আর কিছুই তৈড়ি করা হয় না। জীবন পরিচালনার কোনো কিছুই আমাদের শেখানো হয় না। স্ত্রীর প্রতি অত্যাচার অনাচারের কারণে বাড়ছে দাম্পত্য কলহ এবং নারীবাদের বিষভাষ্প। তাই পুরুষের এই সমাজের হাল ধরতে হলে জানতে হবে, শিখতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ্ ডা. শামসুল আরেফীন সাহেবকে এই কোর্সের আয়োজন করায় উত্তম প্রতিদান দান করুন।
I just love this course and also our instructor. Great initiative.
Informative & valuable Speech about wedding life.I suggest to do this course bcz u can more necessary thing with less expense
সেক্যুলার শিক্ষা ব্যবস্থা কিংবা ট্যাবু-বহুল সমাজব্যবস্থা- কোন খানেই মানবজীবনের অতি প্রয়োজনীয় বিষয় দাম্পত্য জীবন সম্পর্কে শেখানোর উদ্যোগ নেই। সেদিক বিবেচনায় কোর্সটি নিঃসন্দেহে ফায়দা পৌঁছাবে।
জাযাকাল্লাহু খাইরান এরকম চমৎকার কোর্সটি আয়োজনের জন্য। কোর্সটার আরো বেশি প্রচার হওয়া প্রয়োজন মনে করি। আর ডাউনলোড অপশন থাকলে আরো ভাল হত।
বক্তব্যগুলোকে বই আকারে সামনে আনা যায় কিনা সেটা ভেবে দেখার আহ্বান রইল।
Jazakallahu Khairan! Excellent course.
আলহামদুলিল্লাহ্ কোর্স কনটেন্ট গুলো অনেক ভালো লাগছে। আলোচনার ধরন এবং প্রেজেন্টেসান এর দিক থেকে অনেক রিলাইএবেল। কোর্স ফি ৫১০ টাকা হলেও কোর্স কন্টেন্ট হিসেবে অনেক কম মনে হয়েছে। ইং শা আল্লাহ বাকী কনটেন্ট গুলোও অনেক ভালো হবে। কোর্স গুলো ডাউনলোড করার ব্যাবস্থা করা যায় কিনা একটু ভেবে দেখবেন। আল্লাহ্ আপনাদের কে উত্তম প্রতিদান দান করুক।
সকল প্রশংসা আল্লাহ তা'আলার। ইসলামের শিক্ষাগুলো রিসার্চের সমন্বয়ে মাশা আল্লাহ খুব সুন্দর ক্লাস হচ্ছে। আমি মেডিকেলের ছাত্র, অনেক কিছু শিখতেএ পারছি আলহামদুলিল্লাহ। শক্তিভাই তার সর্বোচ্চ চেষ্টা করছেন। আসলাফ একাডেমি ও ভাইকে আল্লাহ জাযায়ে খইর দান করুন। আমার মতে ছোট কিছু টেকনিকাল সমস্যা যা আছে সেটা ইগ্নোর করা যায়। সবার কাছে আমার হিদায়াত, ক্ষমার জন্য,পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ।
বিদ্রঃ রুটিনে থাকলেও পুরো কোর্সে ভাইয়ের সাথে ইন্টারেক্ট বা প্রশ্ন করার সুযোগ ছিল না। আস্লাফের সর্বশেষ লাইভেও প্রশ্নের উত্তর পাইনি বলে কিছুটা মর্মাহত হয়েছিলাম।
জাযাকুমুল্লাহ খইরন।
আপডেট; রিসেন্টলি ভাই পরবর্তিতে লাইভ সেশনে আমাদের প্রশ্নোত্তর দেন, আলহামদুলিল্লাহ
ক্লাস গুলো ডাউনলোড করার ব্যবস্থা থাকলে ভালো হতো।আর সর্বোপরি অসাধারণ একটা কোর্স মাশা আল্লাহ। সকলেরই করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামীন তাওফীক দিন।
বিশেষ করে নারীদের এই কোর্সের মধ্যে নারীর শরীরতত্ত্ব বিষয়টা অনেক জানার প্রয়োজন।কেননা এই কোর্সটা করবে দ্বীনদার রা তাই এই বিষয়গুলা কিভাবে জেনারেল-দ্বীনদার সকল নারীর কাছে পৌছানো যায় সেটা নিয়ে ভাবার জন্য অনুরোধ। জাযাকাল্লাহ
কোর্সটাকে যদিও প্রি-ম্যারেজ বলা হয়েছে কিন্তু আসলে এই কোর্সের বিষয়গুলো বিবাহিত অবিবাহিত সবারই জানাটা খুউব খুউব জরুরি।
১৮ বছরের সেক্যুলার শিক্ষা আমাকে যেগুলো জানানোর ন্যূনতম প্রয়োজন বোধ করে নি সেটাই আমি শিখতে পারছি উস্তাজের ক্লাসগুলোতে। অথচ এই বিষয়গুলোই আমাকে ডিল করতে হবে যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি। আলহামদুলিল্লাহ কোর্সটা আমি দারুন উপভোগ করছি। এক কথায় যদি আমার মন্তব্য দেই তাহলে বলবো "এই কোর্সটা না করে কেউ যেন কোনভাবেই বিয়ে করার মত সিদ্ধান্ত না নেয়। কোনভাবেই না"
কোর্সটার মান হিসেবে 510 টাকা যাস্ট কিছুই না। আমাদের উপরে এহসান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু তায়ালা এর উত্তম বদলা দিন উস্তাজ ও আসলাফ একাডেমিকে। আমিন।
Beneficial course!
বেশ উপভোগ্য ক্লাস হচ্ছে, আলহামদুলিল্লাহ্ । বাকি ক্লাস গুলো আরো দ্রুত আপলোড করা হলে আরো ভালো হতো কারন যেহেতু এখন শীত আর শীতের সময়ে অনেকের বিয়ের কথা বার্তা চলতাছে। তাই হয়তো অনেকের জন্য স্বল্প সময়ের মধ্যে শেষ করলে ফায়দা অনেক বেশি হতো।
মানব সমাজ ধ্বংসের পায়তারা চলছে, ক্লাসের শেষে সেটারই ইঙ্গিত দেয়া হলো! ডাঃ শক্তি ও আসলাফ টিমকে আল্লাহ উত্তম প্রতিদান দিন, ব্যতিক্রম ধর্মী এই কোর্সটি না করলে অনেক কিছুই অধরা থেকে যেতো।
\"Divorce in Islam\" need to include as a separate chapter.