The Art of Reading
Description
কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। ৪টি লেকচারের স্থলে মোট ১১টি ভিডিও লেসন যোগ করা হয়েছে।
কিছু মানুষের জীবন বড়ই রসকষহীন, তারা টেক্সটবুক ছাড়া জীবনেও কোনো বইয়ে হাত দেন না, দিলেও কালেভদ্রে। তাদেরকে বাদ দিয়ে অনেকেই আছেন যারা বই পড়েন, পড়তে ভালোবাসেন, বইয়ের সাথে কারো কারো আবার খুব সখ্যতাও আছে। খুব ভালো কথা! কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে, ‘বই পড়া’ কাজটা করতে আসলে কয়জন ঠিকঠাক জানেন?
.
হয়ত অনেকের ভ্রু কুঁচকে গেছে, ‘বই পড়া জানি না মানে? অবশ্যই জানি’। আসলে এরকমটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়। ভাবি যে বই আমি পড়ি, তাই আমি ‘পড়তে’ জানি, আদতে জানি না। আসলে বই পড়াটাও একটা শিল্প, এটাও শেখার বিষয়। বই নামক অবলা এ ঘোড়াটির রাশ টেনে নিজের করে নেওয়াটা, তাকে নিজের মত কাজ করিয়ে নেওয়াটাও একটা আর্ট, যা ধীরে ধীরে প্রশিক্ষণের মাধ্যমে আয়ত্ত করতে হয়। তো আসুন! বই কীভাবে পড়তে হয়, এই বিষয়ে কিছু জেনে নেই। আপনাদের জানার জন্যই আসলাফ এ্যাকাডেমি নিয়ে এসেছে ‘কীভাবে পড়বো’ কোর্সটি। এতে আমরা জানবো
.
১. বই পড়ার ক্ষেত্রে ‘আমাদের’ উদ্দেশ্য কি হওয়া উচিত
২. বই পড়ার বা অধ্যয়নের বিভিন্ন স্তর
৩. বই পড়তে গেলে কি কি করতে হয়?
৪. পঠন সহায়িকা কিছু টিপস
.
কাজে লাগাতে পারলে এই কোর্সটি করার পর আপনার ‘বই পড়া’ সত্যিই আপনার জন্য উপকারী ও ফলদায়ক হবে। আপনি হয়ত একদিনে একটা একটা বই শেষ করা bibliophile বা বইপোকা হবেন না, তবে আপনি যা পড়বেন তা হবে নিয়ন্ত্রিত, নিয়মতান্ত্রিক ও পরিপাটি। আল্লাহই তাওফীকদাতা।
✓ কোর্স→ How to Read A Book
✓ ইন্সট্রাকটর → হোসাইন শাকিল
Topics for this course
11 Lessons
The Art of Reading
কোর্স পরিচিতি00:09:19
লেকচার ১00:42:43
লেকচার ২00:22:05
লেকচার ৩00:32:01
লেকচার ৪00:26:15
লেকচার ৫00:45:00
লেকচার ৬01:10:14
লেকচার ৭00:35:12
লেকচার ৮00:23:46
লেকচার ৯00:43:46
লেকচার ১০00:19:11
About the instructors
Academy Authority
Instructor
18 Courses
10609 students
4 Courses
0 students
যারা বই পড়তে গিয়ে গড়িমসি করেন আমার মত :) তারা দ্রুত এই কোর্স নোট সহকারে করে ফেলুন। দেওলিয়া হবেন না ইন শা আল্লাহ
নবম ক্লাস টা সবচেয়ে ভালো লেগেছে৷ খুব তথ্যবহুল কনটেন্ট সবগুলোই। প্রতিটা ক্লাস করার পর আল্লাহ তা'আলা, টিচার, একাডেমি, বাবা মা আর যার অনুমতিতে ক্লাস করার সুযোগ পাই, সবার প্রতি কৃতজ্ঞ বোধ করি। আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দিন, আমীন।
Ma Sha Allah...Important Course
বই পড়ারও যে একটা আর্ট আছে সেটা আগে মোটেও জানা ছিলো না। কোর্সটা করে খুবই উপকৃত হয়েছি। পরবর্তীতে কোনো বই পড়লে এই কোর্স থেকে আহরিত জ্ঞানের মাধ্যমে পড়া আরও ইফেক্টিভ হবে ইনশাল্লাহ!❤️
জাযাকাল্লাহ
আলহামদুলিল্লাহ শেষের ক্লাসগুলো খুব ভালো ছিল।
ধন্যবাদ জানাই অসাধারন কোর্সের জন্য। ভিডিও গুলোর শিরোনাম দেয়া থাকলে সুবিধা হত। তাহলে একটু মানসিক প্রস্তুতি থাকে।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আসলাফ একাডেমির মাধ্যমে অসাধারন একটা কোর্স করার সুযোগ হয়েছে।।
স্কুল জীবনে যে কথাটি অনেক অনেক বেশি শুনতে হয়েছে, সেটা হলো বাবা 'ভালো করে পড়' 'মন দিয়ে পড়'। বাড়ি থেকে নিয়ে স্কুলের টিচার এমনকি পাড়ার বড় ভাই কেউ বাদ যায়নি!! অথচ কিভাবে ভালো করে পড়তে হয় সেটাই কেউ শিখায় নাই।।
এই কোর্সটি করলে শুধু ভালো রেজাল্ট করে টাকা কামানো মেশিন নয় কিভাবে সত্যিকার অর্থেই জ্ঞানী হতে হয় সেটাই শিখবেন, ইনশাআল্লাহ।।
তাই, আজকাল না ভেবে এখনই শুরু করে দিন।।
আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করুন এবং অপকারি জ্ঞান (অনলাইনের এই জামানায়) থেকে হিফাযত করুন (আমিন)
অবশেষে, আসলাফ একাডেমির প্রত্যেককে আল্লাহ তায়ালা উত্তম জাঝা দান করুন।
বিগিনারদের জন্য সেই একটা কোর্স ।
আগে করতে পারলে ভালো হতো । অনেক বিষয়েই টুকটাক পড়ে ফেলছি । কিন্তু নোট বা সংক্ষেপায়ন কিছুই করে রাখতে পারি নাই । খালি বিক্ষিপ্ত কিছু ধরাণা মাথায় আছে । কোর্সে এই বিষয়ে চমৎকার কিছু ট্রিকস বলা আছে ।
আল্লাহুম্মা বারিক
Alhamdulillah...the course is organized nicely. I have completed and learned many things. JazakAllah.
আলহামদুলিল্লাহ, বই কীভাবে পড়তে হয়, এটা নিয়ে ধারণা বা বোঝাপড়াটা কিছু বাড়লো। ক্লাশ যদিও অল্প ছিল। বেকনের 'Of Studies' এ পড়া উক্তিটা সামনে আসায় সুন্দর একটা অনুভূতি তৈরি হয়েছিলো। আসলেই সব বই সমান অধ্যয়নের জন্য না। কিছু 'চাখতে' হয়, কিছু অল্প চিবিয়ে গিলতে হয় আর কিছু হজম করতে হয়। কিছু ব্যাপার তো জানা ছিল, কিছু অজান্তেই করতাম। পড়ায় নিয়ম ছিল না। আশাকরি এবার একটা রুটিনের ভেতর দিয়েই যাব, ইনশা'আল্লাহ।
ধীরে ধীরে বলায় ব্যাপারটায় অন্যরকম আবেদন ছিল, ভালো লেগেছে। কিছু নার্ভাসনেস বোঝা যাচ্ছিলো। সামনে আরো ক্লিয়ার এবং স্মুথ কিছু পাব, ইনশা'আল্লাহ।
জাযাকাল্লাহ, আসলাফ অ্যাকাডেমি। জাযাকাল্লাহ ,শাকিল ভাই।
উপকারি ছিল কোর্সটি। তবে ইন্সট্রাকটর ভাইকে একটু নার্ভাস মনে হচ্ছিল।
মাত্র চারটা ক্লাসেই বইপড়া সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হলো আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী, সামনের দিনগুলোতে আমার পড়ার গুণগত মান আরও বৃদ্ধি পাবে। বই বাছাই ও সময় বন্টন আমার জন্য অনেক সহজ হবে। সময়ের সাশ্রয় হবে। ইনশাআল্লাহ। সবমিলিয়ে কোর্সটা ভালো লেগেছে। বক্তা আরেকটু দ্রুত কথা বললে ক্লাস আরও বেশি উপভোগ্য হতো। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দিন।