উস্তাযাহ যাইনাব আল-গাযী মাসজিদ আন-নাবাওই থেকে ইমাম আবু যাকারিয়্যা ইয়াহয়া বিন শারাফ আন-নাওয়াওই রাহিমাহুল্লাহ’র এই নির্বাচিত ৪০ হাদিসের দারস নিয়েছেন এবং সরাসরি ইযাজাহ নিয়েছেন মাসজিদ আন-নাবাওইর ইমাম ও খতিব আব্দুল মহসিন আল-কাসিম থেকে। ইন-শা-আল্লাহ এই ৪০টি হাদিসের সাথে ইবনে রজব হামবালি রাহিমাহুল্লাহ আরও ১০টি হাদিস সংযোজন করেছিলেন। মোট ৫০টি হাদিস নিয়ে হবে এই কোর্সটি। নোট: যদি কেউ এই ৫০টি হাদিস আরবিতে মুখস্থ করেন তবে ইন-শা-আল্লাহ তাকে উস্তাযাহ’র পক্ষ থেকে ইযাজাহ দেওয়া হবে।