Time Management

About Course
আমরা বিশাল বিশাল পরিকল্পনা করি। বড় বড় লক্ষ্য ঠিক করি। কিন্তু দিনশেষে আমাদের অধিকাংশ পরিকল্পনাই আলোর মুখ দেখে না। কিংবা আমাদেরকে যখন কোনো কাজ দেয়া হয়, একেবারে শেষ সময়ে এসে কাজটা করার জন্য হুড়োহুড়ি লেগে যায়। কেন?
‘হাতে সময় নেই!’ এই অভিযোগ আমরা নিয়মিত বলি-শুনি। সময় থাকবে না কেন? সময়ের ক্ষেত্রে তো সবাই সমান মালিক। সবাই দিনে ২৪ ঘন্টা করে পাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়?
আসলে সময় নেই এ ব্যাপারটা ঠিক এমন না। একটা নির্দিষ্ট পরিমাণ সময় সবার হাতেই আছে। তাই, যে সময়টুকু আছে সেটাকে যেন সর্বোত্তম উপায়ে কাজে লাগানো যায় সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি সময় নষ্ট হয় এমন বিষয় থেকে বেঁচে থাকতে হবে। এটাই টাইম ম্যানেজমেন্ট।
তবে খুশির খবর হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট অন্যান্য বিভিন্ন স্কিল এর মতোই। অন্যান্য স্কিলের মতো এটাও শেখা যায়। বিভিন্ন কলাকৌশল ও পদ্ধতি ব্যবহার করে স্কিলটা সহজেই রপ্ত করতে পারবেন ইন শা আল্লাহ।
আমাদের মালিকানায় থাকা সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হচ্ছে সময়। সকল হারিয়ে যাওয়া জিনিসই আমরা ফিরে পেতে পারি কোনো না কোনোভাবে। কিন্তু সময়কে ফিরে পাওয়া সম্ভব না। সময়কে মূল্যায়ন করে আল্লাহর কাজে ব্যয় করে যেমন জান্নাতের আশা করা যায়, তেমনি এর অবমূল্যায়ন করে ও অপাত্রে ব্যয় করলে আল্লাহ না করুক- জাহান্নামে যাবার আশংকাও রয়েছে।
তাই একজন মুসলিম হিসেবে আসলে আমাদের প্রপার টাইম ম্যানেজমেন্ট ছাড়া কোনো গতি নেই। এই কোর্সে আমরা সেই বিষয়েই নিজেকে প্রস্তুত করবো এবং সময় নষ্টকারী নানান জিনিস থেকে কীভাবে বেঁচে থাকা যায় তা রপ্ত করবো ইন শা আল্লাহ।
কোর্সের অংশ হিসেবে প্রায় প্রতি লেকচারেই একটা টাস্ক দেয়া হবে। সেটা নিজের জীবনে এপ্লাই করতে থাকলে নিজের অজান্তেই টাইম ম্যানেজমেন্টের স্কিল রপ্ত হয়ে যাবে ইন শা আল্লাহ। কারণ শুধু শুনে গেলে জীবন পরিবর্তন হবে না। নিজেই কাজ করেই জীবন পাল্টাতে হবে।
তাই, দেরি নয়… সিদ্ধান্ত আপনার হাতে। জীবনটা কি এভাবেই চলতে দিবো? নাকি পরিবর্তনের সিদ্ধান্ত নিবো?
**কোর্সের লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখলে সবচেয়ে ফলপ্রসূ হবে আশা করি। আর সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা লেকচারের সাথে দেয়া টাস্ক কমপ্লিট করে করে সামনে আগাতে থাকলে। সময় ব্যবস্থাপনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ভিডিও লেসন দেখা, কোর্স ম্যাটেরিয়াল পড়ার পাশাপাশি কাজে লেগে যেতে হবে। আল্লাহ আমাদের সকলের জন্য বিষয়টি সহজ করুক। আমীন।
**কোর্সটিতে একবার এনরোল করলে পরবর্তীতে যত আপডেট লেসন বা এক্সট্রা রিসোর্স যা দেয়া হবে সবকিছুতে বিনামূল্যে লাইফটাইম এক্সেস পাবেন ইন শা আল্লাহ।
Course Content
মডিউল ১ : টাইম ম্যানেজমেন্ট পরিচিতি
- 08:58
লেকচার ১ : টাইম ম্যানেজমেন্ট কী? কীসের জন্য সময় বাঁচাবো?
09:25টাস্ক ১ : ওয়ার্কবুক এক্সেল ফাইল
মডিউল ২ : ইসলামে টাইম ম্যানেজমেন্ট
মডিউল ৩ : মাইন্ড সেটআপ
মডিউল ৪ : প্ল্যানিং
মডিউল ৫ : গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ কাজ আলাদা করা
মডিউল ৬ : জীবন বদলানোর সিদ্ধান্ত
মডিউল ৭ : ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট
Student Ratings & Reviews
But audio recording should be more clear.
Very effective course ✨
আল্লাহ সাজ্জাদ হোসেন রাকিব ভাইকে উত্তম প্রতিদান দান করুক। আমীন
সাউন্ডের ব্যাপারে আরো মনোযোগী হওয়া দরকার, যেহেতু এটি একটি পেইড কোর্স এখানে এয়ারফোনের মাধ্যমে সাউন্ড রেকর্ড করা বেমানান। ভালো কোর্স ম্যাটেরিয়ালের পাশাপাশি উন্নতমানের সাউন্ড আশা করাটা স্বাভাবিক।
আসলাফ একাডেমিকে ধন্যবাদ এরকম একটি কোর্স অফার করার জন্য। কোর্সটি সম্পন্ন করে অনেক কিছু জানতে পেরেছি এবং অবশ্যই সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ।
শুধু একটাই সমস্যা ফেস করেছি সেটা হল লেকচারের সাউন্ড কোয়ালিটি, আশা করি এরপর থেকে আরো বেটার হবে ।
একটা পরামর্শ, কোর্স ফি আরেকটু কমানো যায় কি না ভেবে দেখা যেতে পারে। আমার মনে হয় ফি আরও কম হওয়া উচিত।
আসলাফ একাডেমি কে অসংখ্য ধন্যবাদ যে এমন স্কিল ডেভেলপমেন্ট কোর্স আনার জন্য। এখন অর্জিত জ্ঞান কাজে পরিনত করা আবশ্যক।
বি.দ্র - সাউন্ড কোয়ালিটি একদমই খারাপ। আশাকরি বিষয়টি বিবেচনায় আনবেন।
অবশেষে "আসলাফ একাডেমির" এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দান করুন (আমিন)।
দ্বিতীয়ত যেটাতে সবচে অনুপ্রেরণা পেয়েছি তা হলো , রাসূলুল্লাহ সঃ ও সালাফদের জীবনে সময়ের গুরুত্বের দিক ও তাদের পরিকল্পনামাফিক সময়ের ব্যবহার।
তৃতীয়ত যেটা আমার জীবনে সবচে কাজে দিয়েছে তা হলো বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা ' প্রোক্রাস্টিনেশন ' তথা (দীর্ঘসূত্রীতার ফাঁদ) থেকে বাঁচার উপায়।
“মাশাআল্লাহ! ওভারওল কোর্সটি ভাল কিন্তু,
১। প্রাইস আমার কাছে বেশী মনে হয়েছে , ৩০০-৪০০ টাকার ভেল্যু হলে মানা যায় বাট ৮০০টাকার কোর্স না এটা।
২। লাস্টে সাউন্ডের একটু প্রবলেম রয়ে গেছে ...
৩। উস্তাদের প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করলে ভালো হবে (কথাগুলো আরো সুন্দর ভাবে, আরেকটু গোছিয়ে একটু রস দিয়ে বললে ভালো হতো)
৪। যারা এই কোর্স করে কাজ করবেন না বা ইম্লিমেন্ট করবেন না, এই কোর্স তাদের জন্য না।
৫। পরিশেষে, এই রকম একটি ভালো এবং যুগউপযোগী কোর্স উপহার দেওয়ার জন্য আসলাফ একাডেমীকে ধন্যবাদ ।”
ভালোই লাগলো।অনেক কিছু নতুন শিখলাম।অনেক বিষয়ে চিন্তার দ্বার খুলে গেল।আশা করি,ইনশাআল্লাহ,উপকৃত হবো।