Marriage Preparation (Female)

Course Content
পর্ব – ১ : আমাদের দেহ
লেকচার ১ : আমাদের দেহ (পার্ট-১)
48:08লেকচার ২ : আমাদের দেহ (পার্ট-২)
51:48
পর্ব ২ : তুলনামূলক মনস্তত্ব
পর্ব ৩ : স্বামীর প্রতি দায়িত্ব
পর্ব ৪ : নবীজির সংসার ﷺ
পর্ব ৫ : বিয়ে
পর্ব ৬ : গর্ভধারণ ও গর্ভকাল
পর্ব ৭ : সমস্যার শেষ নাই
লাইভ সেশন
Student Ratings & Reviews
অসম্ভব সুন্দর আলোচনা৷অনেক কিছু জানতে পারলাম। ইনশাআল্লাহ ভবিষ্যত জীবনে কাজে লাগাব। আল্লাহ এই কোর্সের সকলকে উত্তম প্রতিদান দান করুন।
very good
আলহামদুলিল্লাহ কোর্সটি করে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পেরেছি এবং অনেক উপকৃত হয়েছি। এই কোর্সটি বিবাহিত ও অবিবাহিত সকল বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
১বছর আগে কোর্সটি পারচেজ করেছিলাম,১বছর পর এখন শেষ করলাম আলহামদুলিল্লাহ। খুব ভুল করে ফেলেছি বিয়ের পর পর ই অর্থাৎ ১বছর আগে কমপ্লিট করে না ফেলায়!যা যা শিখলাম তা বিয়ের ঠিক ইমিডিয়েট পর পর ই শেখা উচিত ছিল বাস্তবতার সাথে কথাগুলি এতটাই প্রাসঙ্গিক ছিল!তাই হয়তো দেরি হয়ে গেছে কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ খুশি জানতে তো পেরেছি।।।।
আল্লাহ তা'য়ালা কোর্সটির সাথে সম্পৃক্ত সকলকে উত্তম জাঝা দান করুন তাদের আমলে, ইমানে, জবানে, জীবনে বারকাহ দান করুন আমিন। আল্লাহ আমাদের পরিবারগুলিতে বারকাহ ঢেলে দিক শান্তির নীড় আর চক্ষু শীতলকারি বানাক আর রক্ষা করুক ভেঙে যাওয়ার হাত থেকে।।।। এই কামনায়। আমিন।
আল্লাহ তা'য়ালা কোর্সটির সাথে সম্পৃক্ত সকলকে উত্তম জাঝা দান করুন তাদের আমলে, ইমানে, জবানে, জীবনে বারকাহ দান করুন আমিন। আল্লাহ আমাদের পরিবারগুলিতে বারকাহ ঢেলে দিক শান্তির নীড় আর চক্ষু শীতলকারি বানাক আর রক্ষা করুক ভেঙে যাওয়ার হাত থেকে।।।। এই কামনায়। আমিন।
Alhamdullia for this course. I learned a lot in this course about marriage ,which i didn't knew before doing this course. In sha Allah , in future i will do more courses. May Allah bless you.
May Allah increase our knowledge. Ameen!
May Allah increase our knowledge. Ameen!
I Think this course is useful for my each deeni sister doesn’t matter she is married now or not. I have learned lots of responsibilities and so on from the course. Lots of shukriya to my Allah and then Aslaf Academy, Dr. Samsul Arefin vai also. Jazakallah khairun😇
কোর্সটা খুবই তথ্যবহুল ছিল আলহামদুলিল্লাহ। প্রতিটা টপিকের মধ্যে কোরআন-হাদিসের যথেষ্ট রেফারেন্সের সাথে নানাবিধ বৈজ্ঞানিক গবেষণারও রেফারেন্স ছিল। পুরুষ ও নারীর শারীরিক ও মানসিক পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। কোর্সে নারীবাদের অসারতা নিয়েও আলোচনা ছিল। সর্বোপরি, আশা করি কোর্সটি বোনেদেরকে বিয়ের মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করবে ইন শা আল্লাহ। তবে এখানে ফিকহি আলোচনা নেই, যেটার জন্য আসলাফে আরেকটি কোর্স রয়েছে।
বিশাল এক নোট খাতা হয়ে গেল।বিবাহ সংঘটিত হলে দাম্পত্য জীবনের উত্থানপতনের সময়গুলোতে এগুলো চমকপ্রদ ভূমিকা রাখবে,ইং শা আল্লাহ। প্রতিটা ক্লাস শেষে অন্তর যেন এক অফুরন্ত কৃতজ্ঞতায় ভরে উঠেছে। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব আমি জানি না।
এতসব অমূল্য নাসিহাকে কখনো কোনো মূল্য দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। যথেষ্ট পরিশ্রম করেছেন স্লাইডগুলো তৈরি করতে।শক্তি ভাইকে আল্লাহ তায়ালা দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দিক,আমিন।
এতসব অমূল্য নাসিহাকে কখনো কোনো মূল্য দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। যথেষ্ট পরিশ্রম করেছেন স্লাইডগুলো তৈরি করতে।শক্তি ভাইকে আল্লাহ তায়ালা দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দিক,আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে অনেক অনেক ধন্যবাদ, এমন একটি পাটফর্ম থেকে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। ডাঃ সামসুল আরেফিন স্যারকেও অনেক ধন্যবাদ আমাদের জন্য এতো কষ্ট করে একটি সেশন রেকর্ড করার জন্য। আমি অবশ্যই অন্যদেরকেও এ সেশন সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। অসাধারণ একটা কোর্স সম্পন্ন করার তাওফিক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পক্ষ থেকে পেলাম।অনেক কিছু শিখেছি বি ইযনিল্লাহ। আল্লাহ কোর্স সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
Marriage preparatiopn doesn't just mean only preparing/improving yourself physically. At the same time improving the physical, mental & spiritual level is also more important step for marriage preparation. Because marraige isn't only a social issue, but also an important & very necessary religious issue. Regarding which the order has come from Allah (SWT) Himself, which is a strong Sunnah of the Prophet (PBUH) & the only lawful way to increase the number of Ummah-e-Muhammad, SubhanAllah!!! So we have no choice but to be more cautious in the matter of marriage.
The course constructor has tried to arrange the course very nicely, which will be a wonderful package for all our sisters in sha Allah. May Allah accept the hard work of all the people associated with this course, bestow a good return. May Allah SWT grant me & all our unmarried sisters & brothers with righteous, virtuous spouses & virtuous children. May the life of this world & the hereafter be good, ameen.
The course constructor has tried to arrange the course very nicely, which will be a wonderful package for all our sisters in sha Allah. May Allah accept the hard work of all the people associated with this course, bestow a good return. May Allah SWT grant me & all our unmarried sisters & brothers with righteous, virtuous spouses & virtuous children. May the life of this world & the hereafter be good, ameen.
Very helpful course.
আলহামদুলিল্লাহ,আল্লাহর কাছে শুকরিয়া এতো প্রয়োজনীয় একটি কোর্স করার তাওফিক দিয়েছেন আমাকে,প্রতিটা লেকচার খুব উপকারী,শক্তি ভাইয়া খুব সহজ করে বিষয় গুলো বুঝিয়েছেন,বিবাহিত, অবিবাহিত,প্রতিটি বোনের জন্য কোর্সটি খুব উপকারী হবে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহু ওয়াতাআ'লা ভাইয়ার ইলমও আমলে বারাকাহ দিন এবং আমাদের ও এই কোর্স থেকে উপকারী ইলম শিখে নিজের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন( আমিন)
Alhamdulillah. Every Muslimah should join in this course to know the basic guidelines of conjugal life.
আলহামদুলিল্লাহ, এই কোর্সটি অনেক বেশি উপকারি। বিবাহিত অবিবাহিত সবার জন্যই কোর্সটি। বিবাহিত জীবন কিভাবে সুন্দর করা যায় এবং কি কি ভুল করা যাবে না সে সম্পর্কে অনেক সুন্দর করে বলেছেন, মাশা আল্লাহ।
আলহামদুলিল্লাহ, অনেক তথ্যবহুল একটি কোর্স ছিল। আল্লাহ সুবহানাল্লাহ এর মাঝে আমাদের কে কল্যাণ দিক। কোর্স এর বিষয় বস্তু সমসাময়িক।
Alhamdulillah
I enjoyed the course very much. I learned a lot of new things. It was very helpful for me.
আলহামদুলিল্লাহি রব্বিল 'আলামীন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে এতো সুন্দর একটি কোর্স করার তাওফীক দিয়েছেন। মা শা আল্লাহ! পশ্চিমা সভ্যতাকে অনুসরণ করতে গিয়ে তথা মডার্ণ, নিজ অধিকার সম্পর্কে সচেতন ব্যক্তি হতে গিয়ে আমরা নিজেদের কিভাবে ও কতটা ভয়াবহভাবে ধ্বংস করে দিচ্ছি আমরা নিজেরাও তা জানিনা। সমতা চাইতে গিয়ে আমরা ন্যায়পরায়ণতা ভুলতে বসেছি। আসলাফ একাডেমী কর্তৃক আয়োজিত এ কোর্সটি আমাদের এসকল বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পশ্চিমাদের নোংরা চক্রান্তগুলো উন্মুক্ত করেছে। তাই বিবাহিত-অবিবাহিত সকল বোনদের উচিত এই কোর্সটি করা। আসলাফ একাডেমি ও উস্তায শামসুল আরেফীন শক্তি এর প্রতি অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লহু খইর ফিদ দুনইয়া ওয়াল আখিরহ।
It's a amazing course Alhamdulillah. I think, from this course everyone benefited. There’s' have a helpful knowledge for every conjugal life
Alhamdulillah for a great course. I've come to know a lot of new things about man and female. Both of them have different physical , mental , emotional development and process system (specially their brain ) . Islam teaches us how to utilize that so that we can make contributions in Islamic life and make the way for akhirah. Jajhakallahu Khairan
সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার যিনি আমাকে এই কোর্সটি করার তওফিক দান করেছেন।বর্তমান প্রেক্ষাপটে এতো সুন্দর এবং শিক্ষণীয় একটি কোর্স আয়োজন করার জন্য আসলাফ একাডেমীর সকলকে জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাদের এই দাওয়ার কাজে বারাকাহ দান করুন এবং এই কাজকে কবুল করুন আমীন ছুম্মা আমীন।
আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাকে এতো সুন্দর একটা কোর্স করার তৌফীক দিলেন। আল্লাহ তাআলা কোর্স ইনস্ট্রাক্টরকে উত্তম প্রতিদান দান করুক। তিনি বিষয়গুলো খুব সুন্দরভাবেই বুঝিয়েছেন মাশা আল্লাহ। আমি মনে করি এই কোর্সটা সব অবিবাহিত বোনদের করা উচিত।
এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সুবিধা হবে। বিয়ের পরবর্তী জীবনের দায়িত্ব সম্পর্কে আমাদের অনেকেরই যে মিসকনসেপশেন আছে সেগুলো ইনশাআল্লাহ অনেকটাই কেটে যাবে। আল্লাহ আমাদের ইলমে বারাকাহ দান করুক।
আল্লাহ আমাকে এতো সুন্দর একটা কোর্স করার তৌফীক দিলেন। আল্লাহ তাআলা কোর্স ইনস্ট্রাক্টরকে উত্তম প্রতিদান দান করুক। তিনি বিষয়গুলো খুব সুন্দরভাবেই বুঝিয়েছেন মাশা আল্লাহ। আমি মনে করি এই কোর্সটা সব অবিবাহিত বোনদের করা উচিত।
এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সুবিধা হবে। বিয়ের পরবর্তী জীবনের দায়িত্ব সম্পর্কে আমাদের অনেকেরই যে মিসকনসেপশেন আছে সেগুলো ইনশাআল্লাহ অনেকটাই কেটে যাবে। আল্লাহ আমাদের ইলমে বারাকাহ দান করুক।
৫
আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোর্স। ছেলে মেয়ে উভয়ের সাইকোলজি জানাটা আমার খুব ভালো লেগেছে।নিজের দায়িত্ব কিভাবে পালন করতে হবে তা জেনেছি।আল্লাহ প্রতি অনেক শুকরিয়া এত ভালো একটা কোর্স করতে পারার জন্য।
সেক্যুলার সিলেবাসে আমরা যারা পড়ালেখা করেছি তাদের মাঝে নারী পুরুষ দুই বিপরীত লিংগ 'প্রতিযোগি' হিসাবে একটা অটোমেটিক মনোভাব গড়ে উঠেছে। স্পেশালি তাদের জন্য এই কোর্সটা আই ওপেনিং ফর শিউর।
বিজ্ঞান ও কুরআন-হাদিস এর আলোকে এই দুই লিংগের ফিজিওলজি ও সাইকোলজি নিয়ে এই কোর্সে যে কম্প্যারাটিভ আলোচনা করা হয়েছে সেটি আমাদের এতদিনের গড়ে ওঠা ইগো, অ্যারোগেন্সকে চূর্ণবিচূর্ণ করতে সক্ষম। সেই সাথে সহযোগীর যাবতীয় হক পালন এবং আল্লাহর দেয়া বিধান পালনে অন্তরে ঝোঁকের সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ যেটা না থাকলে বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন পালনের উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হবে আমি মনে করি। আল্লাহ আমাকে দিয়ে এই কোর্স করিয়েছেন সেটা আমার জন্য কত বড় অনুগ্রহ সেটা কোর্স শেষ করে টের পেলাম।
সো জেনারেল এডুকেশন ব্যাকগ্রাউন্ডের মেয়েরা যারা দ্বীন সবেমাত্র পালন করা শুরু করেছেন (বিবাহিত/অবিবাহিত) বা সামনে বিয়ের প্ল্যান করছেন তাদের জন্য মাস্টারপিস একটা কোর্স হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা যেনো কোর্স ইন্সট্রাক্টর ও কোর্স সংশ্লিষ্ট সবাইকে জ্ঞানে, কর্মে বারাকাহ দেন।
বিজ্ঞান ও কুরআন-হাদিস এর আলোকে এই দুই লিংগের ফিজিওলজি ও সাইকোলজি নিয়ে এই কোর্সে যে কম্প্যারাটিভ আলোচনা করা হয়েছে সেটি আমাদের এতদিনের গড়ে ওঠা ইগো, অ্যারোগেন্সকে চূর্ণবিচূর্ণ করতে সক্ষম। সেই সাথে সহযোগীর যাবতীয় হক পালন এবং আল্লাহর দেয়া বিধান পালনে অন্তরে ঝোঁকের সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ যেটা না থাকলে বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন পালনের উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হবে আমি মনে করি। আল্লাহ আমাকে দিয়ে এই কোর্স করিয়েছেন সেটা আমার জন্য কত বড় অনুগ্রহ সেটা কোর্স শেষ করে টের পেলাম।
সো জেনারেল এডুকেশন ব্যাকগ্রাউন্ডের মেয়েরা যারা দ্বীন সবেমাত্র পালন করা শুরু করেছেন (বিবাহিত/অবিবাহিত) বা সামনে বিয়ের প্ল্যান করছেন তাদের জন্য মাস্টারপিস একটা কোর্স হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা যেনো কোর্স ইন্সট্রাক্টর ও কোর্স সংশ্লিষ্ট সবাইকে জ্ঞানে, কর্মে বারাকাহ দেন।
আলহামদুলিল্লাহ।কোর্সটার মাধ্যমে অনেক নতুন এবং অসাধারণ তথ্য ও তত্ত্ব জানলাম।খুবই উপকারী একটা কোর্স। সৃষ্টিগত ভাবেই নারী ও পুরুষ ভিন্ন।দু'জন অপরিচিত মানুষ বিয়ের মাধ্যমে একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যায়।এই সম্পর্কের হক আদায় করতে হয়।এই সম্পর্ককে আরো মজবুত করে এর মাধ্যমে একটি আদর্শ উম্মাহ গড়ে তুলতে হবে।বিয়ে নামক নেয়ামতটা লাভ করার পর সেটাও যেন আল্লাহর ইবাদত হয়ে যায়।কেমন হবে বিয়ে এবং তার পরবর্তী পথচলা?কিভাবে সম্পর্কের হক আদায় করতে হয়?বিয়ে নিয়ে নারীবাদী কনসেপ্টটা কি শুধু মানসিক ব্যাপার নাকি শারীরিকও?একজন নারী কিভাবে পারবে একটা আদর্শ পরিবার গড়তে?ইত্যাদি অনেক তথ্যও তত্ত্ব দিয়ে সাজানো হয়েছে কোর্সটি।আল্লাহর কাছে শুকরিয়া তিনি এই কোর্স করার তৌফিক দিয়েছেন।কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই অসাধারণ।বিবাহিতা ও অবিবাহিতা সবাইকে কোর্সটি করার পরামর্শ রইল।বিয়ে রিলেটেড সমস্ত কনসেপ্টের জন্য এই কোর্সটা ফুল প্যাকেজ। কোর্স ইন্সট্রাক্টর এবং আসলাফ একাডেমিকে শুকরিয়া।অনেক দোয়া রইল এমন একটা কোর্সের আয়োজন করার জন্য।আল্লাহ আমাদের ইলম অনুযায়ী আমলে তৌফিক দান করুন।আমিন।
আলহামদুলিল্লাহ, এই মাত্র শেষ করলাম। অসম্ভব অসম্ভব সুন্দর এই কোর্সটি। আল্লাহর শুকরিয়া, যে তিনি আমাকে এই কোর্সটি করার তাওফিক দিয়েছেন। একেকটি লেকচার শুনার সময় মনে হচ্ছিল কেন আমি এই কোর্সটি আরো আগে করিনি, কেন আমি এই কোর্সটি পারচেস করার পরেও, কোর্স শুরু করতে এত দেরী করলাম। আল্লাহ তাআলা ডাক্তার সাহেব ও তার পরিবারকে নেক হায়াৎ দান করুন ও কবুল করুন। সেই সাথে আসলাফ একাডেমির প্রতি অসংখ ধন্যবাদ ও ভালোবাসা রইলো। আল্লাহ যেন এসলাফ একাডেমির প্রত্যেক কে উত্তম প্রতিদান দিন।
অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ, এই কোর্সটির বিভিন্ন ট্রপিক শেষ করার পর শুধু একটাই ভাবনা মাথায় এসেছিলো," কোর্সটি না করার আগে তো,আমি অনেক কিছুই জানতাম, আল্লহু আকবর, আমি যদি কোর্সটি না করতাম?? "
ওয়াল্লাহি, হে আমার বোন,এই কোর্সটি আপনার জন্য উপকারী, যদি আপনি বিবাহিত হোন কিংবা অবিবাহিত।
এত সুন্দর গাঠনিক আলোচনা, মাশ আল্লাহ।
সম্পূর্ণ কোর্সের প্রতিটি লেকচার আপনাকে পরবর্তী লেকচারের প্রতি আকর্ষণ বাড়াবে।ইন শা আল্লাহ।
ডা: শামসুল আরেফীন এর উপস্থাপনা আপনাকে মুগ্ধ করবে।মন থেকে এমন একজন আল্লাহর বান্দার জন্য দোয়া অবশ্যই।আল্লাহ কবুল করূণ।
ধৈর্য্য,একাগ্রতা,এবং ইল্ম অর্জনের পিপাসা এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় প্রয়োজন ,তাই সামান্য কয়েকটি ভিডিও তে সাউন্ড সমস্যাকে বড় করে দেখবেন না,সম্পূর্ণ কোর্সটি ফায়দা এর তুলনায় তা নিতান্তই নগন্য,আলহামদুলিল্লাহ,সুম্মা আলহামদুলিল্লাহ
আমি অনেক পরিচিত বোনদের বলতে শুনেছি,বিয়ে প্র্যাক্টিক্যাল ব্যাপার,যখন যেটা সামনে আসে,তার সাথে খাপ খাইয়ে নিতে হয়।
আল্লহু আকবর,আপনি যদি আপনার রবের হুকুম মেনে চলেন,তাঁর সন্তুষ্টির পথে চলেন,তাহলে আল্লাহ্ সুবহানাল্লাহ ওয়াতাআ'লা আপনার পথ সহজ করবেন।ইন শা আল্লাহ।চেষ্টাটাই আসল।
এই কোর্সটি আপনাকে আপনার রবের আরো নিকটে যেতে সাহায্য করবে।
কিন্তু আপনি জানেন না, যে আপনি কিভাবে চেষ্টা করবেন, নিজের প্রবৃত্তি দিয়ে বিবাহিত জীবনের সমস্যা সমাধান করে/করার মাধ্যমে নিজের ক্ষতিটাই নিজেই করছেন/করবেন না তো?
ইল্ম আপনার কাজে লাগবেই যেভাবেই হোক।
ইল্ম অর্জনকারীর মর্যাদা তাই আল্লাহর কাছে অন্যান্য।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কোরআনে বলেছেন,
"বল-যারা জানে,আর যারা জানে না,তারা কি সমান?
বিবেকবুদ্ধি সম্পন্নরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে।"
সূরা যুমার-৩৯,আয়াত-৯