আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
পেশা ডাক্তারি। নেশা লেখালেখি। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এইচ.এস.সি শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস শেষ করেছেন। ৩৫ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগ দিয়ে কর্মরত আছেন। লেখালেখি শুরু ২০১৭ সাল থেকে। ডাবল স্ট্যান্ডার্ড-১,২, কষ্টিপাথর, মানসাঙ্ক, কুররাতু আইয়ুন-১,২ পাঠকপ্রিয়তা পেয়েছে। ২০২১ সালে আরও কিছু প্রকাশিতব্য বই রয়েছে। মূলত পশ্চিমা সভ্যতার ব্যর্থতা, ইসলামের অনিবার্যতা ও অপরিহার্যতা ফুটে ওঠে তাঁর লেখায়। একটী সামগ্রিক বিশ্বদর্শন ও জীবনব্যবস্থা হিসেবে ইসলামকে উপস্থাপন করে থাকেন। সেই সাথে ইসলামকে কীভাবে আচার-সর্বস্ব ধর্ম থেকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক জীবনে প্রাসঙ্গিক করে তোলা যায় এবং সেট করে প্রশান্তিময় জীবন-মরণের স্বাদ মেলে, সেই লক্ষ্য নিয়ে চলে তার কলম।
সর্বমোট ৩ টি কোর্স রয়েছে