শর্তাবলী
স্বাগতম! আপনি যখন Aslaf Academy-এর ওয়েবসাইট (https://aslafacademy.com ) ব্যবহার করেন, তখন আপনি নিচের শর্তগুলোতে সম্মত হন। অনুগ্রহ করে সাবধানে পড়ুন।
-
কোর্স ব্যবহারের অধিকার
আপনি যেসব কোর্সে ভর্তি হোন, তা শুধুমাত্র ব্যক্তিগত ও অ-ব্যবসায়িক ব্যবহারের জন্য।
আপনার একাউন্ট বা কোর্স কনটেন্ট অন্য কাউকে শেয়ার করা সম্পূর্ণ নিষেধ।
যেকোনো রকমের কনটেন্ট ডাউনলোড করে অন্যত্র আপলোড বা ব্যবহার করা আইনগত অপরাধ। -
কনটেন্টের মালিকানা
ওয়েবসাইটে থাকা সকল কনটেন্ট (ভিডিও, অডিও, লেখা, স্লাইড, লোগো, ডিজাইন) Aslaf Academy-এর নিজস্ব সম্পত্তি।
কপিরাইট আইনের আওতায় এগুলো সংরক্ষিত, এবং পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। -
অর্থ প্রদান ও রিফান্ড
কোর্স ক্রয় করতে হলে নির্ধারিত মূল্যে পেমেন্ট করতে হবে।
পেমেন্ট হয়ে গেলে সেই কোর্সের অ্যাক্সেস প্রদান করা হবে।
রিফান্ড নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট শর্তে রিফান্ড প্রযোজ্য (দয়া করে রিফান্ড পলিসি দেখুন)। -
অ্যাকাউন্ট ও নিরাপত্তা
আপনি নিজের একাউন্টের তথ্য (ইমেইল, পাসওয়ার্ড) নিরাপদে সংরক্ষণ করবেন এবং অন্য কারো সাথে শেয়ার করবেন না।
একাধিক ব্যক্তি একটিই একাউন্ট ব্যবহার করলে একাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে। -
কোর্স পরিবর্তন/বাতিল
Aslaf Academy যে কোন সময় কোর্স কনটেন্ট, সময়সূচি বা ইনস্ট্রাক্টর পরিবর্তনের অধিকার রাখে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পূর্ব ঘোষণা ছাড়া কোনো কোর্স বাতিল করা হতে পারে। -
ব্যবহারকারীর আচরণ
আপনি আমাদের ওয়েবসাইট বা সামাজিক প্ল্যাটফর্মে কোন অশালীন, বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর বা ইসলামবিরোধী মন্তব্য করবেন না।
এ ধরণের আচরণ করলে অ্যাক্সেস বাতিল করা হতে পারে। -
দায়দায়িত্বের সীমা
আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করি নির্ভুল ও মানসম্মত কনটেন্ট প্রদানে। তবে কোনো প্রকার প্রযুক্তিগত ত্রুটি বা ভুল তথ্যের কারণে সৃষ্ট সমস্যার জন্য Aslaf Academy দায়ী থাকবে না।
শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল বা অর্জনের জন্য আমরা গ্যারান্টি দিতে পারি না। -
শর্তাবলীর পরিবর্তন
Aslaf Academy যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারে।
পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের পর থেকেই কার্যকর হবে। -
যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য যোগাযোগ করুন:
📧 ইমেইল: academyaslaf@gmail.com
📞 ফোন/হোয়াটসঅ্যাপ: +880 1313-898866